ম্যানসিটিকে বিদায় করে ফাইনালে আর্সেনাল

0
88

বাংলা খবর ডেস্ক:
অধারাবাহিক পারফরম্যান্সে ইংলিশ প্রিমিয়ার লীগে ১০ নম্বরে নেমে যাওয়া আর্সেনাল হঠাৎ করেই যেন ছন্দ খুঁজে পেয়েছে। তিন দিনের ব্যবধানে বড় দুই দলের বিপক্ষে জয় পেল তারা। লীগে গত বুধবার ঘরের মাঠে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছিল লন্ডনের ক্লাবটি। এবার এফএ কাপের সেমিফাইনালে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটিকে। শনিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে সিটিজেনদের ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। গত তিন বছরে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়া ৭ ম্যাচের একটিতেও জয় পায়নি গানাররা। হজম করেছিল ২০ গোল। অনেকটা অপ্রত্যাশিতভাবেই পেপ গার্দিওলাকে হারিয়ে দিলেন তারই শিষ্য মিকেল আর্তেতা।

২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার সহকারী হিসেবে কাজ করেছেন আর্তেতা।

এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির জালে দুই অর্ধে একটি করে গোল করেন গ্যাবানিজ স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াং। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আর্সেনালে আসার পর সব প্রতিযোগিতা মিলে ৬৫ গোল করেছেন অবামেয়াং, এই সময়কালে ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা ফুটবলারদের মধ্যে বেশি গোল করেছেন শুধু মোহাম্মদ সালাহ (৬৮)।

উয়েফার দেয়া ইউরোপিয়ান প্রতিযোগিতায় দুই বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর প্রথমবার মাঠে নেমেছিল সিটিজেনরা। গার্দিওলার দলকে হারিয়ে ‘মুক্তি’র আনন্দ উদযাপনের উপলক্ষটা মলিন করে দিল এফএ কাপের সবচেয়ে বেশি ১৩ বারের চ্যাম্পিয়ন আর্সেনাল। সবচেয়ে বেশিবার (২১) ফাইনালও খেলতে যাচ্ছে গানাররা। শেষ চারের আরেক ম্যাচে রোববার (১৯শে জুলাই) মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। তাদের মধ্যে জয়ী দলের বিপক্ষে আগামী ১লা আগস্ট ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে নামবে আর্সেনাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here