করোনা: ফের মৃত্যুর মিছিল যুক্তরাষ্ট্রে

0
111

বাংলা খবর ডেস্ক:
করোনা ভাইরাসে (কোভিড-১৯) দৈনিক মৃত্যুর সংখ্যা ১০০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে। ফের মৃত্যুর মিছিল দেশটিতে। মঙ্গলবার প্রকাশিত সরকারি প্রায় দুই মাস পর ফের একদিনে করোনায় এ পরিমাণ মৃত্যু হয়েছে দেশটিতে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসে মঙ্গলবার প্রকাশিত উপাত্ত অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ১১ জন করোনা রোগী। একইসঙ্গে বেড়েছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও। এপ্রিলের পর একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি হয়েছে মঙ্গলবার। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
খবরে বলা হয়, চলতি মাসের শুরু থেকেই সপ্তাহ প্রতি গড় মৃত্যু বাড়ছিল যুক্তরাষ্ট্রে। অবশেষ মঙ্গলবার তা একদিনে ১ হাজার অতিক্রম করে। সবমিলিয়ে দেশটিতে বুধবার সকাল পর্যন্ত মত্যুর সংখ্যা ১ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে।

দেশতির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) অনুসারে, আগস্টের শুরুর দিকে এ সংখ্যা ১ লাখ ৫০ হাজার অতিক্রম করতে পারে।
এদিকে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রজুড়ে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার মানুষ। কোভিড ট্র্যাকিং প্রজেক্ট অনুসারে, এপ্রিলের পর একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা এটি। এখন অবধি দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।
মঙ্গলবার এক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ভাইরাস পরিস্থিতি আরো খারাপ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। মহামারিটি শুরু হওয়ার পর এই প্রথম এমন স্বীকারোক্তি দিয়েছেন তিনি। গত কয়েকমাস ধরে বিশেষজ্ঞরা এ ধরনের সতর্কতা দিয়ে আসলেও তা অগ্রাহ্য করে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার অবশেষে স্বীকারোক্তি দিলেও, করোনা মোকাবিলায় তার প্রশাসনের পদক্ষেপের প্রশংসা করেছেন তিনি। বলেছেন, বেশিরভাগ দেশের চেয়ে যুক্তরাষ্ট্রের করোনা মোকাবিলা বিষয়ক পদক্ষেপ অনেক ভালো।
গত এপ্রিলের দিকে নিউ ইয়র্কে করোনার প্রাদুর্ভাব ছিল সবচেয়ে বেশি। নতুন করে এখন ফের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে দেশজুড়ে। এবার নিউ ইয়র্কের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফ্লোরিডায়। গত দুই সপ্তাহ ধরে সেখানে সংক্রমণের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। বেশ কয়েকদিন মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। মঙ্গলবার এ সংখ্যা পৌঁছেছে ১৩৪ জনে। কিছুটা একইরকম পরিস্থিতি দেখা গেছে টেক্সাস ও আরিজোনায়ও। এদিকে, ক্যালিফোর্নিয়ায় সংক্রমণের সংখ্যা নিউ ইয়র্ককে ছাড়িয়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯ হাজার অতিক্রম করেছে। বুধবার জন হপকিন্স ইউনিভার্সিটির প্রকাশিত উপাত্ত অনুসারে, নিউ ইয়র্কের চেয়ে ক্যালিফোর্নিয়ায় করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় ১ হাজার ২০০ জন বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here