ফেসবুকে শিপ্রার ছবি দেয়া দুই এসপির বিরুদ্ধে করা রিট খারিজ

0
113
শিপ্রা দেবনাথ। ফাইল ফটো

বাংলা খবর ডেস্ক:
ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করে উসকানিমূলক বক্তব্য দেয়ায় দুই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে শিপ্রা দেবনাথের হাইকোর্টে করা রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার এ আদেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে গত ১৬ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক রিটটি দায়ের করেন।

রিটে সাতক্ষীরার এসপি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ কর্মকর্তার ফেসবুক পোস্টের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেয়ার আর্জি জানানো হয়।

বুধবার রিটের বিষয়ে প্রথমদিনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে দ্বিতীয় দফা শুনানি ও আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন।

এই বেঞ্চই আজ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here