নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ১৪

0
126

বাংলা খবর ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রচেস্টার শহরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত দুজন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরো অন্তত ১৪ জন। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১২টার ঠিক আগে গুডম্যান স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের কাছে গুলিবর্ষণ শুরু হয়েছিল।

স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, গোলাগুলি শুরু হওয়ার পরই পুলিশের কাছে সংবাদ পৌঁছে যায়। ওই সময় ঘটনাস্থলের বাইরে শত শত মানুষের ভিড় লক্ষ করা যায়। করোনা মহামারির সতর্কতা উপেক্ষা করে সেখানে অবৈধভাবে পার্টির আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে সেটা এখনো পুলিশের কাছে পরিষ্কার নয়।

অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান মার্ক সিমন্স সাংবাদিকদের জানিয়েছেন, আহত ১৪ জনের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক নয়। কেউ গুরুতর আঘাতের শিকার হননি।

নিহত দু’জনের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে কর্তৃপক্ষ বলছে নিহতদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। এদের একজন পুরুষ এবং একজন নারী।

সূত্র : স্কাই নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here