মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প অভিবাসী শিশুদের জন্যে ৫০ হাজার ডলার দিয়েছেন বলে জানিয়েছে প্রেস্টনউড ব্যাপ্টিস্ট চার্চ। চার্চের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে বলা হয় ইভানকা এধরনের সাহায্য অব্যাহত রাখতে চান।

ইভানকা এও বলেছেন, অভিবাসী শিশুরা যাতে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়ে সে জন্যে মার্কিন কংগ্রেসকে আরো কার্যকর ভূমিকা নিতে হবে। এর আগে চরম সমালোচনা ও চাপের মুখে অবৈধ অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্রের বিচ্ছিন্নতাবাদী অভিবাসন নীতিতে পরিবর্তন আনেন প্রেসিডেন্ট ট্রাম্প। সে অনুযায়ী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের তাদের পরিবার থেকে আলাদা করা হবে না। এ উদ্যোগে সহায়তা হিসেবেই ইভানকা ৫০ হাজার ডলার দিয়েছেন। তবে ট্রাম্পের অভিবাসী নিয়ে নতুন এ আইনের সমালোচনা করেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ও মেয়ে ইভানকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here