নিউজিল্যান্ডে কারাবন্দির মতো আচরণ পেয়েছি: হাফিজ

0
111

বাংলা খবর ডেস্ক:
নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান ক্রিকেট দল। তবে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে দেশে ফিরেছেন টেস্ট থেকে অবসর নেওয়া পাকিস্তানের বর্ষীয়ান খেলোয়াড় মোহাম্মদ হাফিজ।

দেশে ফিরে হাফিজ জানান যে, নিউজিল্যান্ডের অভিজ্ঞতাটা মোটেও ভালো ছিল না তার। করোনার কারণে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে পাকিস্তানের খেলোয়াড় ও স্টাফদের। সেখানে তাদের সঙ্গে ভালো আচরণ করা হয় নি বলেও জানিয়েছেন হাফিজ।

এক টেলিভিশন সাক্ষাৎকারে হাফিজ বলেন, “আমরা দেশের প্রতিনিধি হিসেবে ছিলাম সেখানে (নিউজিল্যান্ড)। কিন্তু আমার মনে হয় না, সেখানে আমরা তেমন আপ্যায়ন পেয়েছি। আমাদের সঙ্গে যেমন ব্যবহার করা হয়েছে, তা ঠিক ছিল না। আমাদের সঙ্গে কারাবন্দিদের মতো আচরণ করা হয়েছে।”

নিউজিল্যান্ড সফরে সিরিজ শুরুর আগে পাকিস্তান দলের অন্তত ১০ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন। এর জন্য নিম্নমানের ফ্লাইটকে দায়ী করেছেন হাফিজ। তিনি বলেন, “আমার মনে হয় বাণিজ্যিক বিমানে ভ্রমণ করার জন্যই খেলোয়াড়রা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। কারণ কয়েকজনকে ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে হয়েছে। সেখানে সামাজিক দূরত্ব একেবারেই মানা হয় নি।”

সূত্র: হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here