শেষ দিনে পাকিস্তানের কঠিন পরীক্ষা

0
87

বাংলা খবর ডেস্ক:
বক্সিং ডে টেস্টের শেষ দিনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে পাকিস্তানের। মাউন্ট মঙ্গানুই টেস্ট বাঁচাতে পাকিস্তানকে করতে হবে আরো ৩০২ রান। হাতে রয়েছে ৭ উইকেট। নিউজিল্যান্ডের দেয়া ৩৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৭১ রান।

নিউজিল্যান্ডের ৪৩১ রানের জবাবে ২৩৯ রানে শেষ হয় পাকিস্তানের প্রথম ইনিংস। ১৯২ রানের লিড পায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ৫ উইকেটে ১৮০ রান তুলে ইনিংস ঘোষণা করলে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৩৭৩ রান। পাকিস্তানের ভঙ্গুর ব্যাটিং লাইনআপ ঘুরে দাঁড়াতে ব্যর্থ। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের স্কোরবোর্ডে কোন রান যোগ না হতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার আবিদ আলী ও শান মাসুদ।
হারিস সোহেল ফেরেন ৯ রান করে। মঙ্গলবার শেষ ঘণ্টায় কোন ক্ষতি ছাড়াই চতুর্থ দিন শেষ করে পাকিস্তান। আজহার আলী (৩৪*) ও ফাওয়াদ আলম (২১*) পঞ্চম দিনের ব্যাটিং শুরু করবেন।

প্রথম ইনিংসে ২ উইকেট নেয়া কিউই পেসার টিম সাউদি দ্বিতীয় ইনিংসে এখনো পর্যন্ত নিয়েছেন ২ উইকেট। এই চার উইকেটে ছুঁয়েছেন দারুণ মাইলফলক। নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে টেস্টে সাউদির শিকার ৩০০ উইকেট। টেস্টে কিউইদের সর্বোচ্চ উইকেট শিকারি স্যার রিচার্ড হ্যাডলি (৮৬ টেস্টে ৪৩১ উইকেট)। তিনি নিউজিল্যান্ডের সর্বকালের সেরা পেসারদের একজন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬১ উইকেট পাওয়া ড্যানিয়েল ভেট্টরি খেলেছেন ১১২ টেস্ট। ৭৬ টেস্টে সাউদির শিকার ৩০১ উইকেট। চতুর্থ স্থানে রয়েছেন ট্রেন্ট বোল্ট (২৭৫ উইকেট)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here