মহিলা পরিষদ সভাপতি আয়শা খানম আর নেই

0
153

বাংলা খবর ডেস্ক:
বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মহিলা পরিষদ সভাপতি আয়শা খানম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২ জানুয়ারি) ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এতথ্য জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু।

বার্তায় বলা হয়েছে, বাষট্টির ছাত্র আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ সকল প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন আয়শা খানম। ছাত্রজীবন শেষে বঞ্চিত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে বাংলাদেশের নারী আন্দোলন এক অকৃত্রিম অভিভাবককে হারাল।

নেত্রকোনায় নিজ গ্রামে আয়শা খানমের মরদেহ দাফন করা হবে বলে জানানো হয়েছে ওই বার্তায়।

মালেকা বানু জানান, আয়শা খানম দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। গতকাল শুক্রবার (১ জানুয়ারি) রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং আজ শনিবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মালেকা বানু আরো জানান, আয়শা খানমের মরদেহ সকাল ৯টায় শ্রদ্ধা নিবেদনের জন্য রাজধানীর সেগুন বাগিচাস্থ বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হবে। এরপর সেখানে থেকে নেত্রকোণায় নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমের স্বামী প্রকৌশলী মরতুজা হাসানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here