বিশেষ শিশুকে বিশেষ শিক্ষার মাধ্যমে সাপোর্ট দিতে হবে

0
201

সালমা তালুকদার

আজকে আমরা সবাই আমাদের জীবন ও জীবিকা নিয়ে ভীষন ব্যস্ত। পরিবারের কর্মক্ষমদের (স্বামী ও স্ত্রী) দুজনকেই এখন নানা কাজে ব্যস্ত থাকতে হয়। সুস্থ সন্তানের মানসিক বিকাশের প্রতিই ঠিকমত নজর দেয়ার সময় নেই। সেখানে যদি কোন পরিবারে বিশেষ শিশু থাকে অর্থাৎ শিশুর যদি অটিজম , বুদ্ধি প্রতিবন্ধীতা থাকে। অথবা শিশু যদি ডাউন্স হয়, তাহলে এসব সমস্যা শিশুদের বিকাশে বাধাগ্রস্ত করে।
সেক্ষেত্রে এসব বিশেষ শিশুকে বিশেষ শিক্ষার মাধ্যমে সাপোর্ট দিতে হবে। যা ব্যস্ত বাবা মা চাইলেও পারেন না। অথচ প্রতিটি শিশুর মধ্যে প্রতিভা থাকে। হোক সে সাধারণ সুস্থ শিশু অথবা বিশেষ শিশু। আমাদের কাজ হচ্ছে প্রতিটি শিশুর ভেতর থেকে সেই প্রতিভা গুলো বের করে আনা। কিন্তু বিশেষ শিশুর অনেক অভিভাবকরা জানেন না কিভাবে সাপোর্ট দিলে এসব শিশুকে সমাজের নরমাল গন্ডিতে ঢোকানো যাবে। সেই জায়গাটা নিয়ে কাজ করছে “Extra Mile Age Care”। কর্ণধার Sanam Masud এর অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠানটি আজ সফল। যেহেতু এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান,আর আমার মানসিকতা সব সময় সেবার দিকেই ঝুঁকে থাকে তাই বান্ধবীর সাথে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছি।
“Extra Mile Age Care” এর অনেকগুলো সেবার মধ্যে এটা একটা সেবা। বিশেষ শিশুদের পাশাপাশি আমরা শিশুর অভিভাবক নিয়েও কাজ করি। কারন এটা একটা সমন্বিত কার্যক্রম। আমাদের থেরাপিস্টরা এ ব্যাপারে সাহায্য করেন। থেরাপিস্ট, স্পেশাল এডুকেটর এবং অভিভাবকদের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে অবশ্যই একজন বিশেষ শিশু নিজেকে সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রমাণ করতে পারবে।

সালমা তালুকদার
স্পেশাল এডুকেটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here