অদৃশ্য ম্যুরাল

0
92

শামসুদ্দিন হারুন

ঈশ্বরের কাছে আমি চেয়েছিলাম অমিত প্রেম
অফুরান ভালোবাসা, কিছু দুঃখ আর বেদনা,
সুখ দুঃখের কোন বোধ এসে কখনই বলেনি আমায়,আমিতো আছি একটুও তুমি কেঁদোনা!
চেয়েছি পদ্ম পুকুর, আধ ফোটা পদ্মকলি
পদ্ম পাতায় জমে থাকা টলটলে রাতের শিশির,
তবুও কেবলই শুনে যাই বৈরাগী বাঁশির সুর
গহন বনতলে জ্বলা আনমনা জোনাক নিশির।
বুকের গহীনে এখনও আমার একতারা বাজে
কেনো বেজে যায় সে তুমি বুঝবে না,
যদি চলে যাই, বাতাসের সাথে শূন্যে মিলাই
নিশ্চিত জানি তুমি আমায় খুঁজবে না।
কোন এক দিন এভাবেই দিগন্ত রেখায় হবে
না ফেরা উড়াল
অদৃশ্য তুলিতে মেঘ এঁকে দেবে বিপন্ন নিয়তির বিষণ্ণ ম্যুরাল।

৫ ফেব্রুয়ারী ২০২১ ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here