অন্য প্রাণির মাধ্যমে বাদুর থেকে মানুষে এসেছে করোনা ভাইরাস- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0
94

বাংলা খবর ডেস্ক:
অজ্ঞাত কোনো প্রাণির মাধ্যমে বাদুর থেকে মানবদেহে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের নতুন একটি রিপোর্টে একথা বলা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত ওই রিপোর্টটি মঙ্গলবার প্রকাশ হওয়ার কথা রয়েছে। এতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত টিম তথ্যপ্রমাণ দেখতে পেয়েছেন যে, চীনের উহানে কুমির, গর্তে বাস করা ব্যাজার নামের প্রাণি এবং সাপ জীবন্ত কেনাবেচা হয়। এসব প্রাণির কোন প্রজাতি বা অজ্ঞাত মধ্যবর্তী কোন প্রাণির মাধ্যমে বাদুর থেকে মানুষের শরীরে স্থানান্তর হয়ে থাকতে পারে মূল করোনা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিম বলেছেন, সার্স-কোভ-২ বা করোনা ভাইরাস কোথা থেকে উৎপত্তি হয়েছে তা এখনও নির্ধারণ করে বের করতে হবে। এ বিষয়ক তাদের রিপোর্টের খসড়া একটি কপি দেখতে পেয়েছে অনলাইন স্কাই নিউজ। তার ওপর ভিত্তি করে এ খবর দিয়েছে তারা।
তবে মধ্যবর্তী একটি বাহকের তত্ত্ব অনেক বেশি জোরালো হয়েছে। অন্যদিকে উহানের ল্যাবরেটরি থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে এতদিন যা মনে করা হয়েছিল তার কোনো সম্ভাবনা নেই বলে মনে হয়েছে। তবে এটা যে হতে পারে সে বিষয়টি একেবারে উড়িয়ে দেয়া যায় না। বিশেষজ্ঞ টিমের রিপোর্টে এই তত্ত্ব প্রত্যাখ্যাত হয় যে, করোনাভাইরাস ইচ্ছাকৃতভাবে বা কোনো ল্যাবরেটরি থেকে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা অনুসন্ধানে গিয়ে বেশ কিছু জটিলতার মুখোমুখি হয়েছিলেন বলে রিপোর্টে ইঙ্গিত দেয়া হয়েছে। চীন থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে এমন অভিযোগ উঠার পর উহানে অনুসন্ধানে যাওয়া নিয়ে চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে গত বছর জুলাই মাসে আলোচনা শুরু হয়। তার সমাপ্তি ঘটে এ বছর জানুয়ারিতে। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা উহান পৌঁছাতে সক্ষম হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here