করোনার জন্য চীনের কাছে ১০ ট্রিলিয়ন ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

0
76

বাংলা খবর ডেস্ক:
চীনের বিরেুদ্ধে করোনাভাইরাস ছড়ানোর অভিযোগ এনে ক্ষতিপূরণ হিসেবে যুক্তরাষ্ট্রকে ১০ ট্রিলিয়ন ডলার দেওয়ার দাবি জানালেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার দেশটির নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টির কনভেনশনে দেওয়া এক ভাষণে এমন দাবি করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, এই করোনার কারণেই তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। তিনি ক্ষমতায় থাকাকালীন ব্যাপক প্রাণহানি দেখেনে।তিনি নিজেও আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন।

ওই সমাবেশে স্থানীয় রাজনীতিবিদ রিপাবলিকানদের চেয়ারম্যান মিশেল হোয়েটলি ট্রাম্পকে ‘আমাদের প্রেসিডেন্ট’ বলে পরিচিত করান। ট্রাম্প এদিন বাইডেনের দলকে হুঁশিয়ার দিয়ে বলেন, তারা ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে না।

উল্লেখ্য, ট্রাম্প সেই শুরু থেকে বলে আসছেন, চীনের ল্যাব থেকে করোনা ছড়িয়েছে। দেশটি নতুন ভাইরাস সামলাতে ব্যর্থ হয়েছে। তাই পৃথিবীর অন্য দেশগুলোকে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। এদিন ট্রাম্প বলেন, যেসব দেশের ঋণ আছে চীনের কাছে, সেগুলোও বাতিল করা উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here