বিদায় বেলা

0
106

·

তনুশ্রী পাল

যখন আমি বুড়ি হব
নতুন করে তোমার প্রেমে পড়বো।
তুমি পড়বে আমার প্রেমে!
মানবো না কোনো বাধা বারণ
নতুন বসন্তের ছোঁয়ায় মেতে
উঠবে আমাদের দুটি মন।
জীবনের সব চাওয়া পাওয়া
মেলাব না হিসেব সেই ক্ষণ।
ভোরবেলাতে হাঁটতে যাব
দুজনার দুটি হাত ধরে
হাঁপিয়ে গেলে বসব আমরা
পার্কের ঘাসের উপরে।
যৌবনের সেই রাগী মানুষ
তুমি তখন হবে শান্ত
আমি তোমার দিকে অবাক হয়ে
তাকিয়ে ভাববো এটা আমার
নয়তো ধারণা ভ্রান্ত।
কথাই কথাই রাগবে না আর
মিষ্টি কথাই ভুলবো আমি তোমার।
যৌবনে যত তোমার উপর আমার অভিমান
তোমার ভালোবাসা পেয়ে রইবে না কোন মান।
সারাদিন কাজে থাকবো আমি মত্ত
সন্ধ্যে হলে বলবে তুমি
থামো এবার, আমার কাছে এসে বসতো।
চা খেতে খেতে আমরা করব অনেক গল্প
আমাদের কথা হবে না অল্পস্বল্প।
তোমার সাথে নতুন করে সমুদ্রে যাব হানিমুনে
সূর্য ওঠা, সূর্য অস্ত যাওয়া দেখব দুজনে।
আমি সমুদ্রে নামতে যাব যেই
তুমি বলবে, বুড়ি নেমো না
সমুদ্রের ঢেউয়ের আঘাতে পড়ে যাবে যে।
আমরা দুজনেই সমুদ্রের বালির উপর পাশাপাশি বসে
তোমার কাঁধে মাথা দিয়ে দেখব সমুদ্রের
ঢেউয়ের আসা যাওয়া
সেটাই হবে আমার চিরকালের আনন্দ ফিরে পাওয়া।
তুমি আমার থেকে বয়সে বেশ খানিকটা বড়
হয়তো আমি অসুস্থতার কারণে বুড়ি হয়ে
হব বেশি জড়োসড়ো।
সিঁদুর পরতে গিয়ে আমার হাত কাঁপবে থরথর
তুমি সিঁদুর পরিয়ে দিয়ে বলবে,
এবার তো বুড়ি আমার হাতটা ধরো।
তুমি ভালোবেসে টেনে বুকে জড়িয়ে ধরবে
আমার মনটা আনন্দে ভরে উঠবে।
মাথাভর্তি সিঁদুর, পা ভর্তি আলতা পড়ে
তোমার বুকে মাথা দিয়ে শেষ বিদায় নেব
শেষ বয়সে তোমার কাছে জোর করে
ভালোবাসাটা আদায় করে যাব।

তারিখ_৫_৮_২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here