মুমিনুলের ছবি দিয়ে কলকাতা পুলিশের বিজ্ঞাপন

0
50

বাংলা খবর ডেস্ক:
ক্রিকেটারদের বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে মিম তৈরি করে জনসচেতনতায় ব্যবহার করে থাকে ভারতীয় পুলিশ। এর আগে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে এমন মিম তৈরি করলেও এবার তাদের বিষয়বস্তু হয়ে গেলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তাঁর এবং কাইল জেমিসনের সেই আলোচিত ছবি নিয়ে মিম তৈরি করেছে কলকাতা পুলিশ।

মাউন্ট মঙ্গানুই টেস্টে দীর্ঘদেহী কিউই পেসার কাইল জেমিসনের সামনে দাঁড়ানো মুমিনুল হককে ‘লিলিপুট’ মনে হচ্ছিল। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল। টাইগারদের সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহেও এই ছবি টুইট করেছিলেন। এবার কলকাতা পুলিশ এই ছবিকে করোনা সতর্কতার কাজে লাগাল। ছবিতে জেমিসনকে বলা হয়েছে ‘করোনার তৃতীয় ঢেউ’ এবং মুমিনুলকে দিয়ে ‘মাস্ক ছাড়া রাস্তায়’ বের হওয়া জনগণ বোঝানো হয়েছে।

এই ছবিটি সোশ্যাল সাইটে মিশ্র প্রতিক্রয়া সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, মুমিনুলকে ‘অসচেতন পথচারী’ হিসেবে উল্লেখ করে তাঁকে অপমান করা হয়েছে। কেউ আবার এতে ‘বডি শেমিং’ খুঁজে পেয়েছেন। তবে সোশ্যাল সাইট ব্যবহারকারীদের একটি বড় অংশ ছবিটিকে স্রেফ মজা এবং সচেতনতা হিসেবেই গ্রহণ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here