কান্নায় ভেঙে পড়লেন স্মিথ

0
534

বাংলা খবর ডেস্ক: বল টেম্পারিংয়ের ঘটনায় ক্ষমা চাইলেন স্টিভেন স্মিথ। বৃহস্পতিবার সিডনিতে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের এ সাবেক অধিনায়ক। কান্নাভেজা স্টিভেন স্মিথ বলেন, অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হিসেবে ঘটনার পুরো দায় আমার। আমি ভুল করেছি এংব আমার পরিণতি স্কীকার করে নিচ্ছি। অধিনায়ক হিসেবে এটা আমার ব্যর্থতা। এ ভুলের জন্য সারাজীবন দুঃখ বইতে হবে আমার।
আশা করি কোনো একদিন সম্মান ক্ষমা ফিরে পাবো আমি। ক্রিকেট বিশ্বের সেরা খেলা। এটা আমার জীবন এবং আশা করি এক সসয় খেলাটিতে ফিরবো আমি। অস্ট্রেলিয়া ক্রিকেট দলে এমন ঘটনা (বল টেম্পারিং) কখনোই ঘটেনি। এটাই প্রথম এবং এমন আর কখনোই ঘটবে না। কেপটাউন টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর ফিল্ডিংকালে ক্রিকেট বলকে শিরিস কাগজ দিয়ে ঘষতে দেখা যায় অজি ওপেনার ক্যামেরন ব্যানক্রফটকে। পরে সেই কাগজের টুকরো নিজের প্যান্টের ভেতরে লুকিয়ে ফেলেন ব্যানক্রফট। ক্যামেরায় ধারণকৃত সেই দৃশ্য সঙ্গে সঙ্গে ভেসে ওঠে নিউল্যান্ডস মাঠের জায়ান্ট স্ক্রিনে। আর দিনের খেলা শেষে বল টেম্পারিংয়ে অভিযোগ স্বীকার করেন অস্ট্রেলিয়া দলের অধিনায় স্টিভেন স্মিথ। নিয়ন্ত্রক সংস্থা আইসিসি স্মিথকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়ে তার ম্যাচ ফির পুরোটা কেটে নেয়। তবে তদন্ত শেষে স্মিথ ও সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে অজি বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here