নিম্ন আদালতের রায়ের তারিখ বাংলায় লিখতে নির্দেশনা

0
250

বাংলা খবর ডেস্ক: নিম্ন আদালতের রায়ের তারিখ ইংরেজির পাশাপাশি বাংলাতেও লিখতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। গতকাল বুধবার প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. জাকির হোসেনের স্বাক্ষরে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। সারা দেশের সকল আদালতে এ নির্দেশ পালন করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য বাঙালির আত্মদান বিশ্বের ইতিহাসে এক অনন্য ঘটনা। এ ঐতিহাসিক দিনটি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। বাংলার প্রতি আমাদের রয়েছে অকৃত্রিম শ্রদ্ধা ও ভালবাসা। বাংলার প্রতি সম্মান প্রদর্শনের জন্য রায়ে ইংরেজির পাশাপাশি বাংলায় তারিখ উল্লেখ থাকা একান্ত বাঞ্ছনীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here