পাবনায় শিলাবৃষ্টির আঘাতে আহত স্কুলছাত্রীর মৃত্যু

0
126
পাবনার চাটমোহর উপজেলায় শিলাবৃষ্টির আঘাতে আহত জুঁই খাতুন বৃষ্টি (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত জুঁই খাতুন উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল মল্লিকপাট গ্রামের সাইদুল ইসলামের মেয়ে ও হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে শিলাবৃষ্টির সময় বাড়ির উঠানে শিল কুড়াতে গিয়ে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয় জুঁই। প্রথমে স্থানীয় এক পল্লীচিকিৎসক দিয়ে চিকিৎসা করানোর পর জুঁইয়ের ডান হাত-পা অবশ হয়ে গেলে তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার স্বজনরা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতেই পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শনিবার বিকেলে জুঁইয়ের পরিবারের লোকজন চিকিৎসাধীন অবস্থায় তাকে বাড়িতে ফেরত এনে স্থানীয় কবিরাজ দিয়ে চিকিৎসা শুরু করেন। সোমবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুঁই খাতুনের মৃত্যু হয়।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. স.ম. বায়েজিদুল ইসলাম বলেন, শিলাবৃষ্টির আঘাতে জুঁই খাতুনের মাথায় রক্তজমাট বেঁধেছিল। কোনো অবস্থাতেই মেয়েটিকে বাড়ি ফিরিয়ে নেয়া ঠিক হয়নি। তার আরও চিকিৎসার প্রয়োজন ছিল।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত জুঁই খাতুনের পরিবারকে সব রকমের সহযোগিতা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here