ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের ৯৬ বছর বয়সী স্বামী প্রিন্স ফিলিপ শারীরিক অসুস্থতাজনিত কারণে লন্ডনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার তার পশ্চাৎদেশে একটি অস্ত্রোপচার হবার কথা রয়েছে।
ব্রিটেনে ডিউক অব এডিনবার্গ নামে পরিচিত ফিলিপ শারীরিক অসুস্থতার কারণে গত বছরের আগস্টে রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অবসরে যান। সেসময়ই গুজব রটে, ফিলিপ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না।
ফিলিপ মঙ্গলবার লন্ডনের অভিজাত সপ্তম কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি হন। ফিলিপের শারীরিক অবস্থা সম্পর্কে সঠিকভাবে কিছু জানা না গেলেও বাকিংহাম প্যালেস থেকে সঠিক সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানায়।
সাম্প্রতিক সময়ে প্রিন্স ফিলিপ ও রানী এলিজাবেথ উভয়েই বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৬ সালে রানী একটি ঐতিহ্যবাহী ক্রিস্টমাস অনুষ্ঠানে ঠান্ডা-জ্বর জনিত অসুস্থতার কারণে তার শাসনামলে প্রথমবারের মতো অনুপস্থিত ছিলেন। এছাড়াও তিনি গ্যাস্ট্রোএন্টারাটাইটিস সমস্যার কারণে ২০১৩ সালে হাসপাতালে ভর্তি হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here