মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব আমিরাতের ক্রাউন প্রিন্সক মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানকে দেশটিতে আমন্ত্রণ জানিয়েছেন। তাদের উপসাগরীয় মিত্রদের বন্ধন আরো শক্তিশালী করতে এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
ট্রাম্পের নিমন্ত্রণের নতুন এ প্রতিবেদনটি এমন একটি সময় এল যখন ১০এপ্রিল কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানিকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে। তার এ নিমন্ত্রণ উপসাগরীয় মিত্রদের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের ইতি টানার উদ্দেশ্যেই করা হয়েছে বলে হোয়াই হাউজের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।
উল্লেখ্য, জুলাই,২০১৭সালে সন্ত্রাসী অর্থায়নের অভিযোগে কাতারের সাথে সৌদি আরব, বাহরাইন, মিশর ও আরব আমিরাত সম্পর্ক ছিন্ন করেছিল। তার পর থেকেই কাতারের সাথে তাদের অর্থনৈতিক সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকে এবং পরস্পরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শীতল হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here