ফেসবুকের নির্দিষ্ট কিছু বিজ্ঞাপন ব্যবহারকারীদের অব্যশই মেনে নিতে হবে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। মাধ্যমটির সেবা নিতে ব্যবহারকারীদের এমন শর্ত অবশ্যই মানতে হবে। যদিও সম্প্রতি ইউরোপিয় রাষ্ট্রগুলোর জোট ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) তাদের জোটভুক্ত দেশগুলোতে ফেসবুকের ব্যবহার নিয়ে নতুন একটি গোপনীয়তা আইন অনুমোদন করেছে।

ব্যবহারকারীদের অনুমোদন ছাড়া ব্যক্তিগত তথ্য সংগ্রহ করলে জরিমানা করার বিধান সংবলিত আইনটি আগামী মাস থেকে কার্যকর হতে যাচ্ছে। বিধানটিকে ইন্টারনেট ব্যবহারের শুরু থেকে সবচেয়ে সমৃদ্ধ বলে মনে করছে ইইউ। ফেসবুক এই সপ্তাহেই ইইউ এর কাছে তথ্যের বহুমুখি ব্যবহারের জন্য অনুমোদন চাইবে তবে ব্যবসায়ীক কারণে প্রতিষ্ঠানটির কিছু বিজ্ঞাপন ব্যবহারকারীদের এড়িয়ে যাওয়ার সুযোগ রাখা হবে না বলে জানিয়েছে মাধ্যমটির গোপনীয়তা বিষয়ক উপ-প্রধান রব শেরম্যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমটির হেড অফিসে এক বিবৃতিতে শেরম্যান বলেন, যেহেতু এটি একটি বিজ্ঞাপন সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠান তাই এর ব্যবহারকারীদের নির্দিষ্ট বিজ্ঞাপনগুলো গ্রহণ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here