ভালোবাসা দিবসে প্রচারিত তানজিন তিশা অভিনীত খণ্ড নাটক ‘মনজুড়ে’, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাঁক’ ও ‘১৫ দিন’ দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে। পরবর্তীতে বৈশাখে তার অভিনীত নাটক ‘এই বৈশাখে’ নাটকটির জন্যও দর্শকের কাছে তিনি দারুণ প্রশংসিত হন। এই নাটকটি ইউটিউবে মাত্র দু’দিনে এক ভিলিয়ন ভিউয়ার্স হয়। এই নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। আগামীতেও কাজের এই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তানজিন তিশার ভাষ্য- দর্শকের কাছ থেকে সাম্প্রতিক সময়ের কাজগুলোর জন্য যে সাড়া ও ভালোবাসা পেয়েছি সেটি ধরে রাখতে চাই।
আমি এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও মনোযোগী হয়ে উঠেছি। আমি মনে করি, ভালো অভিনয় দিয়ে দর্শকের মন জয় করা অসম্ভবের কিছু নয়। একজন সু-অভিনেত্রী হয়ে দর্শকের মনে দাগ কাটতে চাই। এই সময়ে আমার কাছে বিভিন্ন ধরনের নাটকের স্ক্রিপ্ট আসে। কিন্তু গতানুগতিক গল্প ও চরিত্রের কাজগুলো করছি না। আমি চাই প্রতিটি নাটক-টেলিছবিতে আমার নতুন কোনো একটি চরিত্রে হোক। যেটি দেখে আমার প্রতি দর্শকের আগ্রহ আরো বেশি বাড়বে। সম্প্রতি এই মডেল-অভিনেত্রী রিংকুর ‘সিগন্যাল’, বিইউ শুভর ‘ভেতর বাহির’, বিপ্লবের ‘বাবাকে বলে দেবো’, আদিত্য জনির ‘অথৈ নিলিমা’ ও মাবরুর রশিদ বান্নার ‘চশমায় লেগে থাকা ভালোবাসা’ নাটকগুলোর কাজ শেষ করেছেন। একক নাটকের বাইরে এই অভিনেত্রী একটি ধারাবাহিকে অভিনয় করছেন বলেও জানিয়েছেন। জাকারিয়া সৌখিনের ‘তোমার গল্পে আমি’ শিরোনামের ধারাবাহিকে তাকে দেখা যাবে। ধারাবাহিকটি প্রসঙ্গে তিনি বলেন, দুই বোনের গল্প নিয়ে নাটকটি নির্মিত হচ্ছে। এই নাটকে আমার বোনের চরিত্রে থাকছেন মম আপু। প্রথমবারের মতো মম আপুর সঙ্গে একই নাটকে কাজ করছি। ধারাবাহিকটির গল্পটি ভিন্ন মনে হলো তাই অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি সাধারণত ধারাবাহিকে অভিনয় করি না। এদিকে বেশ কিছু দিন ধরে গুঞ্জন উঠেছে তিশা চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এই বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান আমাকে নিয়ে বেশ ক’দিন মিথ্যে প্রচার করেছে। একজন শিল্পীকে নিয়ে এভাবে মিথ্যাচার কখনো ঠিক নয়। এছাড়া চলচ্চিত্র নিয়ে এখন আমি নতুন করে কিছু ভাবছি না। যদি নতুন কোনো চলচ্চিত্রের বিষয়ে চূড়ান্ত হয় তবে সবাইকে জানাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here