ভোলা জেলা শহরের প্রানকেন্দ্র খালপাড়, মনিহারিপট্টি, চকবাজার, গুড়পট্টি ও মুদিপট্টি এলাকায় গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার কয়েক শত ছোটবড় দোকান পুড়ে গেছে। ভোলা, বোরহানউদ্দিন, দৌলতখান, লালমোহন, চরফ্যাশনের ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১টার দিকে মনিহারি পট্টির একটি সুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে । অগ্নিকাণ্ডে শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ব্যবসায়ীরা। তবে আগুনে হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।
দোকানগুলোর মধ্যে তেলের দোকান, চালের আড়ৎ, মনিহারি দোকান, স্টেশনারি, সুতার আড়ৎ, মুদি আড়ৎ রয়েছে।
ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ভোলার সব ক’টি ফায়ার সার্ভিস ইউনিট আগুন নেভানোর জন্য কাজ করেছে। আগুনের তীব্রতা বেশি থাকায় সময় লাগলেও আমরা আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here