আসছে ঈদের একটি নাটকে জুটি হয়ে অভিনয় করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু ও অভিনেতা রওনক হাসান। তাদের দুজনকে দেখা যাবে ‘মায়া গাছ’ শিরোনামের একটি নাটকে। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করেছেন অনন্য ইমন। সিমু ও রওনক অভিনীত এই নাটকের গল্পে প্রধান চরিত্র একটি গাছ। যে গাছটি এক আশ্চর্য মায়ার বাঁধনে জড়িয়ে রাখে একটা গ্রাম। নাটকের গল্পে দেখা যায় ঝড়-বৃষ্টির রাত। প্রচুর বজ্রপাত হচ্ছে। ভোরে দেখা যায়, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গ্রামের একমাত্র বাউ-ুলে যুবক খায়েরের বাড়িতে। তার বাড়ির সামনে একটা ঝাঁকড়া পুরনো গাছ আছে। গাছের একপাশে বজ্রপাতে ডালপালা সব কালো হয়ে গেছে। খায়েরের মাথায় হাত। কারণ সে ঠিক করেছিল, এই গাছটা বিক্রি করে যা টাকা পাবে তা দিয়ে একটা চা দোকান দেবে। বিয়ে করবে। তার সে আশায় গুড়েবালি। অনেকে তাকে সান্ত¡না দেয়, বজ্রপাত গাছে না পড়ে তার ঘরে পড়তে পারত। তাহলে সে আর এই দুনিয়ায় থাকত না। এই গাছটা তার মায়া দিয়ে তাকে বাঁচিয়ে গেছে বলে গাছটাকে মায়া গাছ বলে। এই গাছ নিয়ে ঘটতে থাকে একের পর এক বিচিত্র ঘটনা। নাটকটি প্রসঙ্গে রওনক হাসান বলেন, এর  গল্পটি ব্যতিক্রম। অন্যরকম একটি ভালোলাগা রয়েছে গল্পজুড়ে। বলা যায়, নাটকের গল্পের কারণেই কাজটি করার সিদ্ধান্ত নিয়েছি। সুমাইয়া শিমু বলেন, গতানুগতিক ধারার বাইরের একটি গল্পের নাটক এটি। কাজটি করে ভালো লেগেছে। ঈদে আমার ভালো কাজগুলোর একটি হবে এই নাটক। নাটকটি ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here