সিরিয়ায় ইরানের সঙ্গে হয়ে যাওয়া খণ্ড লড়াই আপাতত শেষ হয়েছে বলে আশা করছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী।
বৃহস্পতিবার তেল আবিবের কাছে এক সংবাদ সম্মেলনে তিনি তার এ আশার কথা তুলে ধরেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মন্ত্রী আভিগদোর লিবারম্যান বলেছেন, “আমার আশা আমরা এই পর্বটি শেষ করেছি এবং সবাই বার্তাটি পেয়েছে।”

বৃহস্পতিবারের শুরুতে রাত ১২টা ১০ মিনিটের দিকে গোলান মালভূমিতে ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থানগুলোতে সিরিয়া থেকে ইরানি বাহিনী রকেট হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

এর পরপরই সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্যতম সবচেয়ে ব্যাপক হামলাটি চালায় ইসরায়েল।

লিবারম্যান বলেছেন, “ইসরায়েল সিরিয়ায় ইরানের প্রায় সবগুলো অবকাঠামোতে আঘাত হেনেছে।”

অপরদিকে ইরানের ছোড়া একটি রকেটও ইসরায়েলের অধিকৃত এলাকাটিতে আঘাত হানতে পারেনি বলে দাবি করেছেন তিনি। রকেটগুলো লক্ষ্যস্থলে যাওয়ার আগেই পড়ে গেছে অথবা ইসরায়েলি ডিফেন্স সেগুলোকে গুলি করে নামিয়েছে বলেও দাবি করেছেন তিনি।

রয়টার্স জানিয়েছে, রাতে সাইরেন শুনে গোলান মালভূমির ইসরায়েলি বাসিন্দরা আশ্রয় কেন্দ্রে চলে গেলেও বৃহস্পতিবার সকালে তাদের শিশুরা আগের মতোই স্কুলে গিয়ে ক্লাস করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here