তারকাবহুল নাটক ‘মেঘে ঢাকা শহর’। রুদ্র মাহফুজের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক।

ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, ড. এনামুল হক, শম্পা রেজা, অপূর্ব, উর্মিলা, সাজু খাদেম, নাঈম, তানিয়া হোসাইন, লুঃফর রহমান জর্জ, আহসান হাবিব নাসিম, বাঁধন, ডা. এজাজ প্রমুখ।

ঢাকায় নিত্যদিনই বাড়ছে নানান মানুষের আনাগোনা। জীবন-জীবিকার প্রয়োজনে গ্রামের মানুষ ছুটছে এই শহরে। যৌথ পরিবার ভেঙে হচ্ছে টুকরো। এরই মাঝে ব্যতিক্রম রশীদ সাহেবের পরিবার। অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মকর্তা ভাবুক প্রকৃতির হলেও স্বভাবে খিটখিটে। তার স্ত্রী রোকসানা বেগম। দাম্পত্য জীবনে তিনি মৃদুভাষী এবং সবার কাছে সমাদৃত। পুরো পরিবারটিকে তিনিই আগলে রাখেন। তাদের বড় ছেলে মৃদুল দুই সন্তানের জনক। ছেলে আরিয়ান কলেজে আর মেয়ে লাবণ্য মাধ্যমিকে পড়ে। মৃদুলের স্ত্রী শায়লা বড় ভাবী হিসেবে পরিবারে জনপ্রিয়। রশীদ সাহেবের দ্বিতীয় ছেলে রনো চাকরিজীবী আর রনো’র স্ত্রী তামান্না বিউটিশিয়ান এবং তার একট বুটিক হাউজ আছে। বাবার আর্থিক স্ট্যাটাসের দাম্ভিকতায় তামান্না মাঝে মধ্যে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন। তিনি চান যৌথ পরিবার ছেড়ে স্বামী আর একমাত্র মেয়ে আরিশাকে নিয়ে আলাদাভাবে থাকতে। রশীদ সাহেবের তৃতীয় ছেলে রুশো বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। সদ্য বিয়ে করেছে। তার স্ত্রী নীরা নিউইয়র্ক প্রবাসী। টেলিফোনের মাধ্যমে তাদের বিয়ে হয়। আর রশীদ সাহেবের ছোট ছেলে শুভ্র মাস্টার্স পরীক্ষা শেষ করে একটি কর্পোরেট চাকরিতে ঢুকেছে। উচ্চবিলাসী এই তরুনের ভালোবাসার মানুষ ধনী বাবার একমাত্র সন্তান মাইশা। মাইশার বাবা-মা’র মধ্যে ডিভোর্স হয়ে গেছে। ধনী নারী ব্যবসায়ীদের মাঝে মাইশার মা সুর্বণা চৌধুরীর নামটি সুপরিচিত। মাইশার মা আবার বিয়ে করেছেন। সে ঘরে তার একটি পুত্র সন্তান রয়েছে। মাইশার মা বরাবরই মাইশার সব বিষয়ে জানতে ও দায়িত্ব নিতে আগ্রহী। কিন্তু মাইশা তা মোটেও পছন্দ করে না। শুভ্র মাইশাকে বিয়ে করে দেশের বাইরে চলে যেতে চায়। কিন্তু মাইশা চায় শুভ্রদের পরিবারের সাথে বাড়ির বউ হয়ে থাকতে। কারণ যৌথ পরিবার তার ভালো লাগে। এমনই এক পরিবারিক গল্প নয়ে আবর্তিত ‘মেঘে ঢাকা শহর’ নাটকটি।

প্রথম ধারাবাহিক নাটক পরিচালনার বিষয়ে সাখাওয়াৎ মানিক বলেন, “এই ‘মেঘে ঢাকা শহর’ আমার প্রথম ধারাবাহিক নাটক। অনেক শ্রম, আবেগ, ভালোলাগা এবং উচ্ছ্বাস এই নাটকটির সাথে জড়িয়ে আছে। চেষ্টা করেছি একটি ভালো গল্প নিয়ে দর্শকদের কাছে আসতে।”

টাইমস ইনভিশনের ব্যানারে নির্মিত নাটকটির সূচনা সংগীত লিখেছেন জাহিদ আকবর। সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ এবং কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ ও নির্ঝর। নাটকটি কাল রাত ৮টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here