আন্তর্জাতিক মহলে উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আর তারই জের ধরে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার বৈঠকে যোগ দিতে পারেন প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।
তবে ব্লু হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট মুনের ওই বৈঠকে যোগ দেয়া না দেয়া নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কর্মকর্তাদের মধ্যকার বৈঠকের ওপর।

এর আগে রবিবার ওই বৈঠকের ব্যাপারে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা উত্তর কোরিয়া এসেছেন।

আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের ঐতিহাসিক সেই বৈঠক হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here