‘রোহিঙ্গা ইস্যুটি একটি জটিল বিষয় এবং জাতিগত ও নৃতাত্ত্বিক সমস্যা। এ বিষয়ে চীন অবগত রয়েছে এবং চীনের একটি পর্যালোচনাও রয়েছে। চীনও চায় এ সমস্যার দ্রুত সমাধান হোক।’

এভাবেই রোহিঙ্গা ইস্যুতে নিজেদের অবস্থান পরিস্কার করেছেন বাংলাদেশ সফররত চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কসফারেন্স (সিপিপিসিসি) এর ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রতিনিধি দল। সিপিপিসিসি’র ভাইস চেয়ারম্যান কং কুয়ানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে একথা বলেন।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার রোহিঙ্গা সমস্যাটিকে একটি আন্তর্জাতিক সমস্যা হিসেবে অভিহিত করেন এবং কফি আনানের সুপারিশের বিষয়ে চীনা প্রতিনিধিকে অবহিত করলে চীনা প্রতিনিধি এই বিষয়গুলো দেশে ফিরে সে দেশের সরকারের কাছে তুলে ধরবেন বলেও আশ্বাস দেন।

ডেপুটি স্পিকার বলেন, চীন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে সহযোগিতা করে আসছে বাংলাদেশও সে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় রাখে। বাংলাদেশে বিনিয়োগের জন্য দক্ষিণ এশিয়ার একটি উপযোগী দেশ উল্লেখ করে চীনকে বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করার আহ্বান জানান ডেপুটি স্পিকার। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধন দিন দিন আরো দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাক্ষাতকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড.আব্দুর রব হাওলাদারসহ সংসদ সচিবালয়ের উর্ধতন কর্মকর্তাগণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here