উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুঙ এর বাড়ি

0
236

ইলিয়াস হোসেইন
১২ সেপ্টেম্বর বিকেলে পিয়ংইয়ং সিটি থেকে ৬০ কিলোমিটার দূরে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুঙ এর বাড়ি দেখতে যাই। এখানেই তিনি বেড়ে উঠেন। তাঁর দাদা কৃষক আর বাবা কবরস্থান পাহারাদার ছিলেন। তাঁরা সবাই জাপানী উপনিবেশবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সুঙ প্রেসিডেন্ট হওয়ার পরও তাঁরা এ বাড়িতেই থাকতেন।

তাদের ব্যবহৃত কূপের পানি এখন দর্শনার্থীরা ভক্তি নিয়ে পান করে থাকে। যুদ্ধের সময় তাঁর বাড়ির পাশে তেদং নদীর ঘাটে চীন থেকে অস্ত্র এসে নামতো। পুরো এলাকা ছিমছাম সুন্দর। কোরিয়দের জাতীয় বৃক্ষ ‘পাইন’ এর বাগান, স্থানটিকে এক সৌম্য সৌন্দর্য দিয়েছে। যাওয়া-আসার পথে প্রাকৃতিক দৃশ্য আর মানুষের নিয়মতান্ত্রিক জীবনাচরণ দেখে মনে হয়েছে, ২৬ বছরের অবরোধ সত্ত্বেও দেশটি সত্যিকারের উন্নতি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here