মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষ-মিশ্রিত চিঠি পাঠিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে প্রাক্তন এক মার্কিন নৌসেনাকে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম উইলিয়াম ক্লাইড অ্যালেন থ্রি; বয়স ৩৯।
মার্কিন প্রেসিডেন্টের কাছে রাইসিনের মতো মারাত্মক বিষ মিশ্রিত চিঠি পাঠিয়েছিল ওই নৌসেনা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জিম ম্যাটিস, এফবিআই প্রধান ক্রিস্টোফার রে এবং নৌবাহিনীর প্রধান অ্যাডাম জন রিচার্ডসনকেও একই ধরনের চিঠি পাঠায় ওই ব্যক্তি।

শনিবার তাকে মার্কিন আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। যা প্রমাণ হলে যাবজ্জীবন কারাবাসের সাজা হতে পারে তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here