মানবতা এখনো হারিয়ে যায়নি…………………

0
381


সৈয়দা কাশপিয়া দিশা

যখন আত্মীয় স্বজন, আপন প্রিয়জন, রক্তের বাঁধনের প্রিয় মানুষগুলো আমাকে কিডনি দিতে অস্বীকার করল,
দূরে সরে যেতে থাকলো সবাই কিন্তু যে মানুষটি আমাকে সব সময় সাহস দিয়ে আগলে রাখল সে আমার রক্তের কেউ নয় আমার সহকর্মী,আমার বন্ধু – ফারহানা জাবেদ।
আমরা তিন বোন- মেজো বোনের বিয়ে হল এর কিছুদিন পরেই আমার এই অসুস্হতা ধরা পরে,মেজো বোন বলল- কিডনি আপাকে আমি দিব,এই কথা বোনের জামাইর ভাল লাগলো না টের পেলাম তারপর বুদ্ধি করে সে বাচ্চা নিয়ে ফেলল যাতে আমার বোন কিডনি দিতে না পারে তারপর ছোট বোন বলল আমি দিব পরে সেও মানুষের প্ররোচনায় দিবে না বলে দিল ,কিন্তু এখনো যে মানুষটা বলে যাচ্ছে আমি তোমাকে কিডনি দিব
খুব ভালবাসি তোমাকে , সেই মানুষটিই কাউন্সিলার ফারহানা জাবেদ, মানবতা এখনো হারিয়ে যায়নি …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here