সৌদি আরবে গোপন কারাগারে আটক নারী অধিকারকর্মীদের ওপর যৌন নিপীড়ন করা হয়েছে। ওই নারীদের বৈদ্যুতিক শক দেয়া হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর এক প্রতিবেদনে এই অভিযোগ করা হয়েছে।

গতকাল শুক্রবার প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এদিকে, এসব নারীদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে রিয়াদের ওপর চাপ বৃদ্ধি করেছেন ব্রিটিশ এমপিরা।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে ১০ জন নারী অধিকারকর্মীকে নির্যাতন করা হয়েছে। স্বীকারোক্তি আদায়ের জন্য তাদেরকে পানিতে ডুবিয়ে ভয় দেখানো হয়েছে। এই নারীদের নির্দয়ভাবে বৈদ্যুতিক শক দেওয়া হচ্ছে। এর ফলে কয়েকজন ঠিকমতো উঠে দাঁড়াতে পারছেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here