গোলান মালভূমির ওপর ইসরায়েলের কর্তৃত্ব যুক্তরাষ্ট্র মেনে নিলেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সিরিয়ার অনুরোধে বুধবার আয়োজিত বৈঠকে ট্রাম্পের স্বীকৃতিকে জাতিসংঘের সিদ্ধান্তের ঘোরতর লংঘন বলে অভিহিত করা হয়। রয়টার্স

ব্রিটেন ট্রাম্পের ঐ পদক্ষেপের বিরোধিতা করে জানায়, ১৯৮১ সালের সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্বীকৃতি নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের স্পষ্ট লংঘন। এবং এর ফলে মধ্যপ্রাচ্য আবারো অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশংকা করেছেন রাশিয়ার ডেপুটি অ্যাম্বাসেডর ভøাদিমির সাফরনকোভ।

নিরাপত্তা পরিষদের বৈঠকের পর গোলান মালভূমি ফিরে পেতে সিরিয়া সরকার ও জনগণের সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে উত্তর কোরিয়াও।

উল্লেখ্য, ইসরায়েল ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় গোলান মালভূমি দখল করে নেয় এবং ১৯৮১ সালে এর পশ্চিমাংশকে নিজেদের করে নেয়। নিরাপত্তা পরিষদ তখন থেকে এ ইসরায়েলি দখলদারিত্বের নিন্দা জানিয়ে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here