দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

0
111

দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

ওআইসি সম্মেলনে অংশগ্রহণ করার জন্য সৌদি আরবে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।

মঙ্গলবার রাত ১১টায় জাতীয় চাঁদ দেখা কমিটি এক ব্রিফিং এর মাধ্যমে আজ সারাদেশে ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ বুধবার যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।’

তবে এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আগামী বৃহস্পতিবার ঈদের ঘোষণা দিয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here