রোটারির সাবেক গভর্নর রফিক সিদ্দিক আর নেই

0
71

রোটারির সাবেক গভর্নর রফিক আহমেদ সিদ্দিক মঙ্গলবার ভোরে ঢাকায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।

তার মৃত্যুর খবর পারবারিক সূত্র নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

রফিক আহমেদ সিদ্দিক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের বড় ভাই ও শেখ রেহানার ভাসূর।

মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বুধবার যোহর নামাযের পর গুলশান -১ ভোলা মসজিদ (শুটিং ক্লাবের সামনে) এ মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। পরে গাজীপুরের বাঙালগাছে তাঁর দাফন সম্পন্ন হবে।

রফিক আহমেদ সিদ্দিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

জনাব রফিক সিদ্দিক প্রগতি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন চেয়ারমেন ছিলেন।

তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোটারি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জনাব রফিক ব্যাপক কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here