টানা বৃষ্টিপাতে ভারতের মহারাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ৩৭

0
63

ভারতের মহারাষ্ট্রে টানা বৃষ্টিপাতের ফলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩৭-এ দাঁড়িয়েছে। আনন্দবাজার পত্রিকার খবরে তা বলা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার বাঁধ ভেঙে মৃত্যু হয়েছে ছয় জনের। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৮ জন। এর আগে সোমবার মুম্বাইতে দেওয়াল ধসে প্রাণ হারায় আরও ২২ জন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মহারাষ্ট্রের রত্নগিরিতে বাঁধ ভেঙে নদীর জল গ্রামে ঢুকে যায়।

জলের তোড়ে ১২টি বাড়ি ভেসে গেছে। এ সময় আহত হয়েছেন ২০ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত ১২ ঘণ্টায় শুধু মুম্বাইতে ৩০০ থেকে ৪০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এই বৃষ্টিপাত গত এক দশকের ইতিহাসে সর্বোচ্চ। থানে, পালঘর, রায়গড়, নাসিক, রত্নগিরি, সিন্ধুদুর্গ ও মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চল জুড়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here