প্রিয় চামড়ার সিন্ডিকেট

0
72

মোহাম্মদ সাইফুর রহমান, ফেসবুক থেকে,  আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, যা ব্যবসা করার এবারই করে নিন। আগামীতে এই সুযোগ আর আপনাদের কপালে থাকছে না’। বাংলাদেশ এখন শুধু পেপার পত্রিকার উপরেই নির্ভরশীল নয়। প্রায় সবার হাতেই রয়েছে শক্তিশালী মাধ্যম। এবার চামড়ার দাম নিয়ে যা ঘটলো তা সবার মনেই কালো দাগ কেটেছে।

এর প্রতিফলন আস্তে আস্তে অনুধাবন করবেন এবং এর ব্যাপকতা বুঝতে পারবেন আগামী ঈদুল ফিতর উদযাপনের মাধ্যমে। কারণ ব্যবসার মাধ্যমে চামড়ার এক ধরনের ব্যবহার আপনারা জানলেও। এর ব্যাপক ব্যবহার বাঙালিরা শিখে যাচ্ছে, সো অপেক্ষা করুন।

যারা এর ব্যবহার জানত না, ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারছে চামড়ার বিভিন্ন ব্যবহার। ভুড়ির মতো এখন চামড়া ও খাওয়া যায় এবং সংরক্ষণ করা যায় তাছাড়া কেউ যদি এসব নাও পারে, তারপরও ৩০০ টাকা় ২০০ টাকায় চামড়া বিক্রি করবেনা আপনাদের কাছে। অন্তত জমিতে পুঁতে রেখে জৈব সার উৎপাদনের ফ্যাক্টরি করতে পারবে।

এসব নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্টটি ভাইরালঃ–

সামনের বার যখন গরু কিনবেন তখন গরুর যা দাম হবে তার সাথে ১০০০ টাকা যোগ করা সেটা পকেটে রাখবেন৷

কুরবানির পর মাদ্রাসা থেকে চামড়া নিতে আসলে নিজ দ্বায়িত্বে ১০০০ টাকা দিয়ে দিবেন৷

কখনোই চামড়া কাউকে দিবেন না, কোনো ভাবে না৷

না মানে, না৷ কারন মাদ্রাসা বা এতিম খানাকে দিলে ব্যাবসায়ীরা ওদের থেকেও ৩০০-৪০০ দরে কেনে৷
এর চাইতে ওদের সরাসরি ১০০০ টাকা দিন, অনেক সওয়াব হবে৷

চামড়া যদি ব্যবহার না করতে পারেন তাহলে আল্লাহর নামে মাটিতে পুতে ফেলুন৷
আর যদি পারেন তো সংরক্ষন করুন৷

৫০-৬০ হাজার টাকা দিয়ে যদি গরু কেনার সামর্থ্য থাকে তাহলে ১০০০ টাকা মাদ্রাসায় দেয়ার সামর্থ্য নিশ্চয় আছে।

বিদ্রঃ গরুর চামড়া খাওয়ায় কোনো নিষেধাজ্ঞা নেই৷

সঠিক প্রকৃয়া অনুসরন করলে চামড়া খাওয়া যায়৷

সৌদি, পাকিস্তান, ফিলিপাইন সহ নানা দেশে চামড়া একটা জনপ্রিয় খাবার৷

একটা সময় গরুর নাড়ি ভূড়ি আমরা ফেলে দিতাম, খাওয়ার কথা কল্পনাতেও আসত না৷

কারন আমরা সেটা রান্না করে খেতে জানতাম না৷

কিন্ত জানার পর এখন নাড়ি ভূড়ি অনেকেরই প্রিয় খাবার৷

ঠিক একইভাবে চামড়া আমরা খেতে জানি না বলে খাইনা৷ কিন্ত বিশ্বের অনেক দেশেই চামড়া খাওয়া হয়৷

ইউটিউবে চামড়া কিভাবে প্রকৃয়া করে খেতে হয় তার টিওটোরিয়াল ভিডিও দেখুন।

আর যদি চামড়া নিতান্তই কাজে লাগাতে না পারেন তাহলে আল্লাহর ওয়াস্তে মাটি চাপা দিন৷

মনে মনে ধরে নিবেন যে, চামড়া হল রক্তের মতই বর্জ্য৷

তাই রক্ত যেমন ফেলে দেন ঠিক চামড়াও ফেলে দিন৷

কেবল একটি বার এই কাজ করে দেখুন চামড়ার দাম আবারো ২০০০ – ৩০০০ এ ফিরে আসবে৷

সিন্ডিকেট নিপাত যাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here