নিজের ফেসবুক আইডি নিয়ে নোবেলের মন্তব্য

0
582

বাংলা খবর ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার গানের শো ‘সা রে গা মা পা’র মাধ্যমে উঠে আসা বাংলাদেশের শিল্পী মাঈনুল আহসান নোবেল।

তাকে ঘিরে সম্প্রতি সামাজিক মাধ্যমে নানান বিতর্ক হয়েছে। জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলার পর আর এসব বিতর্ক নিয়ে তিনি মুখ খুলেননি। তবে বৃহস্পতিবার রাতে একটি পোস্ট করেছেন নিজের ফেসবুক পেইজে।

তাতে সাফ জানালেন তার ব্যক্তিগত কোনও ফেসবুক আইডি নেই। তার পোস্টটি হুবহু তুলে দেওয়া হলো–

“#আমার_কোন_ফেইসবুক_আইডি_নেই!!

আমার প্রাণপ্রিয় শ্রোতাবৃন্দ, আজ পর্যন্ত আনুমানিক প্রায় ১০ হাজারের উর্ধ্বে রিপোর্ট পাওয়ার পর এই ব্যাপারে কিছু না লিখলেই নয়।

আমি ফেইসবুকে কোন! কোন!! ব্যাক্তিগত আইডি ব্যাবহার করি না!! আমার কোন ফেইসবুক আইডি নেই!! শুধুমাত্র এই পেইজটি আমি এবং আমার বন্ধুরা সরাসরি নিয়ন্ত্রন করি।

একটি ইন্সটাগ্রাম আমি ব্যাবহার করি –
instagram.com/noblemanofficialbd
অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলের ব্যাপারে জানেন।

এছাড়া যত ধরণের পেইজ, আইডি এবং গ্রুপ রয়েছে, এর একটিও আমার দ্বারা নিয়ন্ত্রিত হয় না।

অনেকে অনেক ধরণের প্রতারণার স্বীকার হয়েছেন এবং হচ্ছেন। ভুল নিউজ দেয়া, আমার শ্রোতাদের সাথে বাজে ব্যাবহার করা, আপত্তিকর ছবি চাওয়া, বিকাশ এবং ব্যাংকে টাকা চাওয়ার রিপোর্টও রয়েছে!

আমি খুব আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদের সবার সাথে ব্যক্তিগত সম্পর্ক ও কথোপকথন রাখতে পারি না। প্লিজ, আমাকে ক্ষমা করবেন। তবে কেউ এসব ফেইক আইডি দ্বারা প্রতারিত হবেন না। আমি আবার বলছি, আমার কোন ফেইসবুক আইডি নেই!!”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here