দেশের সবচেয়ে দীর্ঘ সেতুর কাজ শিগগিরই শুরু হবে: ওবায়দুল কাদের

0
63

বাংলা খবর ডেস্ক: বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ বরিশাল-ভোলা সেতুর কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ইতোমধ্যে বরিশাল-ভোলা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ বরিশাল-ভোলা সেতু। এ সেতুর দৈর্ঘ্য হবে ৮ কিলোমিটার, যা পদ্মা সেতুর চেয়ে বড়। এটাই বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু হবে।

তিনি বলেন, ইতোমধ্যে বরিশাল-ভোলা সেতুর ফিজিবিলিটি টেস্ট শেষ হয়েছে, সেতুটির সম্ভাব্যতা যাচাই শেষে এখন বাকি ডিপিপি প্রণয়নের কাজ। ফান্ডিংয়ের বিষয়ে কথাবার্তা হচ্ছে, চায়না এ সেতুতে অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছে। বরিশাল-ভোলা সেতু পদ্মার (পদ্মা সেতু) মতো ডাবল ডেকার হবে না, এটা হবে সড়ক সেতু।

‘সরকারের উন্নয়নমূলক বড় প্রজেক্টে বড় দুর্নীতি হচ্ছে’ বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন অগ্রগতিতে সারা বিশ্বে বিস্ময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা দৃশ্যমান কাজ বিএনপি দেখাতে পারবে না। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন কল্পনায়ও ছিল না। যারা বাইরে থেকে চার-পাঁচ বছর পর এসেছেন, তারা অবাক হয় ঢাকা সিটিতে কী পরিমাণ পরিবর্তন হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি কথা বলছে, তাদের আছে কথা মালার চাতুরি, তাদের সরকার এ দেশে দৃশ্যমান কোনো উন্নয়ন করতে পারেনি, এটা তাদের ব্যর্থতা। এখন শেখ হাসিনা সরকার করছে এটা তাদের গায়ে জ্বালা, অন্তর্জ্বালা। তারা সইতে পারছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here