মহাসংকটের পথে ফ্রান্স

0
76

বাংলা খবর ডেস্ক: লাখ লাখ কর্মী ধর্মঘট ডাকায় মহাসংকটের দিকে এগিয়ে যাচ্ছে ফ্রান্স। বিভিন্ন লেবার ইউনিয়ন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অবসর সংক্রান্ত কর্মসূচির বিরোধিতা করে এই ধর্মঘটের ডাক দিয়েছেন।

বিবিসি জানিয়েছে, এত সংখ্যক মানুষ কাজ বন্ধ করে দিলে জনজীবন অচল হয়ে যেতে পারে।

লেবার ইউনিয়ন আয়োজিত মার্চের আগে পুলিশ ক্যাফে, দোকানপাট এবং সব রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছে। প্যারিসের মেট্রো পরিবহন বন্ধ রাখা হবে; ইতিমধ্যেই হোটেলে বহু রিজারভেশন বাতিল করা হয়েছে।

এয়ারপোর্ট ট্রাফিক কন্ট্রোল নিয়ন্ত্রকেরা এই ধর্মঘটে যোগ দেবার কারণে প্রায় সব ফ্লাইটও বাতিল করা হয়েছে।

দেশটির পুলিশ প্রধান জানিয়েছেন, বিক্ষোভ ও সহিংসতা এড়াতে প্রায় ৬০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। ১৯৯৫ সালে একবার এমন ভয়াবহ ধর্মঘট দেখেছিল ফ্রান্স। সেবার তিন সপ্তাহ ধরে বন্ধ ছিল সব যানবাহন। প্রায় গোটা দেশ সেই ধর্মঘট সমর্থন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here