নিউ ইয়র্কে সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণসভা

0
665

বাংলা খবর ডেস্ক: সাবেক আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সভা করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের ব্রঙ্কসের আল আকসা রেস্টুরেন্টে এ সভার আয়োজন করে ‘সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ’ যুক্তরাষ্ট্র শাখা।

এতে প্রধান অতিথি ছিলেন ‘বাংলাদেশ সোসাইটি’র সভাপতি কামাল আহমেদ। প্রধান আলোচক ছিলেন ‘সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের’ প্রধান উপদেষ্টা, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল চৌধুরী।

‘সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের’ আহ্বায়ক রুহেল চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব সুব্রত তালুকদার। স্বাগত বক্তব্য দেন ‘বাংলাদেশ সোসাইটির’ সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ।

আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও লেখক সুব্রত বিশ্বাস, যুক্তরাষ্ট্র ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশনের’ সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিব মামুন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্মৃতি পরিষদের উপদেষ্টা আব্দুর রহিম বাদশা, প্রচার সম্পাদক এনাম, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহিন আজমল, মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সী, সাইয়্যিদ মুজিবুর রহমান, ‘হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকন, সাংবাদিক মনোয়ারুল ইসলাম, আয়োজক সংগঠনের উপদেষ্টা ওবায়দুল্লাহ মামুন, যুক্তরাষ্ট্র ‘বঙ্গবন্ধু পরিষদের’ সাধারণ সম্পাদক রাফায়েত চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, জামাল হুসেন, জামাল আহমেদ, সাগর রায়, মিজান চৌধুরী, শ্যামল কান্তি চন্দ ও ওবায়েদ আজমান চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here