দক্ষ জনশক্তি তৈরিতে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে: পলক

0
141

বাংলা খবর ডেস্ক: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, দেশি-বিদেশি তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী নিয়ে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজন করা হবে। আর সেরা উদ্যোক্তাদের অর্থায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত গালা নাইট অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ২৮টি হাইটেক পার্কের মধ্যে ৪টির অবকাঠামো উন্নয়নের কাজ শেষ হয়েছে। এসব হাইটেক পার্কের জন্য দক্ষ জনশক্তি তৈরিতে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দিচ্ছি আমরা। দেশি-বিদেশি তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী নিয়ে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছি। সেরা উদ্যোক্তাদের অর্থায়নেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলালিংক আইটি ইনকিউবেটর-এর তৃতীয় আসরের গালা নাইট অনুষ্ঠিত হয়। গালা নাইট অনুষ্ঠানে সেরা সাত স্টার্টআপের নাম ঘোষণা করা হয়। এসময় তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অজসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here