জাতীয় শিশু দিবস আজ

0
51

বাংলা খবর ডেস্ক: জাতীয় শিশু দিবস আজ। ১৯২০ সালের আজকের দিনে (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে দিবসটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়।

এবারের জাতীয় শিশু দিবসের প্রতিপাদ্য, ‘মুজিববর্ষে সোনার বাংলা, ছড়ায় নতুন স্বপ্নাবেশ; শিশুর হাসি আনবে বয়ে, আলোর পরিবেশ।’

এ উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও সকালে টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান এ নেতার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও সরকারপ্রধান। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সব শিশুর সমঅধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে বাবা-মা, পরিবার ও সমাজের ভূমিকা অপরিসীম। শিশুর প্রতি সহিংস আচরণ এবং সব ধরনের নির্যাতন বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ছিল অপরিসীম মমতা। বাল্যকাল থেকেই তিনি ছিলেন নির্ভীক, অমিত সাহসী, মানব-দরদী এবং পরোপকারী। ছিলেন রাজনীতি ও অধিকার সচেতন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here