ঢাকায় করোনা রোগী শনাক্ত ৬৪, নারায়ণগঞ্জে ২৩

0
86

বাংলা খবর ডেস্ক: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনসহ এখন পর্যন্ত আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১২৩ জন। এর মধ্যে ঢাকা শহরেই ৬৪ জন শনাক্ত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ফ্লোরা বলেন, ১২৩ জনের মধ্যে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ঢাকার ৬৪ জন। এছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জের ২৩ জন। ঢাকার সিটির বাইরে ঢাকা জেলার বিভিন্ন উপজেলায় আরো ৪ জন আক্রান্ত হয়েছেন।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। সবশেষ হিসাবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১২৩ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here