হাসপাতালের শয্যাই বদলে যাচ্ছে কফিনে

0
136

বাংলা খবর ডেস্ক:
‌‌দ্রুত হারে বাড়ছে কোভিড–১৯–এ মৃতের সংখ্যা। আর কম পড়ছে কফিনের সংখ্যা। একই অবস্থা হাসপাতালেও। করোনা–আক্রান্ত রোগীতে উপচে পড়ছে দেশের হাসপাতালগুলি। সেই সমস্যা মেটাতেই এবার কষ্টদায়ক হলেও অভিনব একটা উপায় তৈরি করেছেন কলোম্বিয়ার বোগোটার এক ব্যবসায়ী। রোডোল্ফো গোমেজ নামে ওই ব্যবসায়ীর প্রধানত বাজারজাত দ্রব্য তৈরিই পেশা। কিন্তু পড়শি দেশ ইকুয়েডরে কফিনের অপেক্ষায় লাইন দিয়ে থাকা মৃতদেহ তাঁকে এতোটাই বিচলিত করেছিল যে কার্ডবোর্ডের তৈরি এই অভিনব শয্যা–কফিন তৈরির পরিকল্পনা করে ফেলেন ৪৪ বছরের এই ব্যবসায়ী। গোমেজের তৈরি এই নতুন হাসপাতালের শয্যাগুলি বায়োডিগ্রেডেবল্‌, দাম ৯২–১৩২ মার্কিন ডলার। ১৫০ কেজি ওজন ধরে রাখতে পারে এই শয্যাগুলি এবং এতে অন্যান্য হাসপাতালের শয্যার মতোই দুধারে ধাতব রেলিং, এবং শয্যা ওঠানো–নামানো যায়। কেউ মারা গেলে এই শয্যাগুলিই কফিনের মতো ঢাকনা বন্ধ করে দেওয়া যায়। তাঁর কারখানায় মাসে ৩০০০টি এধরনের শয্যা–কফিন তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন গোমেজ। ইতিমধ্যেই কলোম্বিয়ার সব থেকে ক্ষতিগ্রস্ত শহর লেটিসিয়ার হাসপাতালে এই শয্যা–কফিন পাঠানোর কথাও হয়ে গিয়েছে গোমেজের সঙ্গে। তিনি আশাবাদী, পেরু, চিলি, ব্রাজিল, মেক্সিকো এমনকি আমেরিকাও তাঁর এই শয্যা–কফিন কিনবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here