প্রকাশ্য সমকামী মানুষেরা সর্বাধিক মন্ত্রীসভার পদ লাভ করেছেন ইজরায়েলে

0
87

বাংলা খবর ডেস্ক:
পৃথিবীতে সর্বাধিক প্রকাশ্য সমকামী সাংসদ রয়েছেন ইজরায়েলে। এবছরের হিসেব বলে, সেদেশের রাজনীতির জগতে পাঁচটি দলের মোট ছ’‌জন সমকামী মন্ত্রী পার্লামেন্টের ১২০টি আসনের দায়িত্ব পালন করতে চলেছেন।
গত বছর প্রথম ইজরায়েল সরকার এমন একজনকে মন্ত্রীত্বের পদ দিয়েছিল, যিনি প্রকাশ্যে নিজের সমকামের কথা স্বীকার করেছিলেন। প্রধানমন্ত্রী বেনজামিন নেটানিয়াহুর লিকুড দলের আমির ওহানা। তিনি এখন জননিরাপত্তা বিভাগের মন্ত্রী। মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলির চাইতে ইজরায়েলেই এলজিবিটিকিউ (‌প্রান্তিক যৌনতার মানুষদের গোষ্ঠী)–এর মানুষদের সম্পর্কে উদার মান‌সিকতা প্রকাশ পেয়েছে। যদিও সমাজের একাধিক রক্ষণশীল গোষ্ঠীর চোখরাঙানি ছিলই। শুধু তাই নয়, একাধিক বৈষম্য-বিরোধী আইন তৈরি হয়েছে সেদেশে। এছাড়া দত্তক নেওয়া এবং সমলিঙ্গের উত্তরাধিকারের অধিকার পাওয়ার বিষয়ে উন্মুক্ত মনোভাব দেখানো হয়েছে বারবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here