দেশে করোনায় আরো ২৫ জনের মৃত্যু

0
79

বাংলা খবর ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ২১৭ জন। এ ছাড়া দেশে নতুন করে আরো ১ হাজার ৩১৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ৯৮ হাজার ২৯৩ জন। ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৩৩৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

শুক্রবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ২৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৩ হাজার ৬১৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৩৩৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩১৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৪ জন সুস্থ হয়েছেন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ১৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিশ্বে করোনা রোগী সাড়ে ৭ কোটি ছাড়াল

মহামারী করোনাভাইরাস কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। বিশ্বের কোনো কোনো দেশে মহামারী কিছুটা নিয়ন্ত্রণে এসে আবার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। এতে কোভিড-১৯ এর মৃত্যুর সারি দীর্ঘ হচ্ছে। আক্রান্তও বাড়ছে পাল্লা দিয়ে। এরইমধ্যে বিশ্বে সাড়ে ৭ কোটি ছাড়াল করোনা রোগী। আর মৃত্যুর মিছিল ১৬ লাখ ৬৮ হাজার ছাড়িয়ে গেছে। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।

আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, শুক্রবার বেলা ১ টা পর্যন্ত বিশ্বে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭ কোটি ৫২ লাখ ৯৬ হাজার ৯৯৪ জন। আর মৃত্যু হয়েছে ১৬ কোটি ৬৮ হাজার ৬৪২ জন। করোনা থেকে সেরে উঠেছেন ৫ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৩২৩ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭৬ লাখ ২৬ হাজার ৭৭০। করোনায় মারা গেছেন ৩ লাখ ১৭ হাজার ৯২৮ জন।


ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৯ লাখ ৭৯ হাজার ৪৪৭। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৮২৯ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭১ লাখ ১১ হাজার ৫২৭। মুত্যুতে দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার এই দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ৮৭৬ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। তুরস্ক ষষ্ঠ। যুক্তরাজ্য সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। আর্জেন্টিনা দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িযে পড়েছে এই মহামারী।

এদিকে বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৯২ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here