ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে পরাজিত

0
540

বাংলা খবর ডেস্ক:
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ। ৩৩ দশমিক ৫ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের দেওয়া ১২৩ রানের টার্গেটে পৌঁছে যায় তামিম ইকবালের দল। এ জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।

বাংলাদেশ দলপতি তামিম ইকবাল সর্বোচ্চ ৪৪ রান করেন। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান করেন ১৯ রান। লিটন দাসের ব্যাট থেকে আসে ১৪ রান। এছাড়া মুশফিকুর রহীম ১৯ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৯ রানে অপরাজিত থাকেন।

ক্যারিবীয়দের পক্ষে আকিল হোসেন ৩টি ও অধিনায়ক জেসন মোহাম্মদ ১টি উইকেট লাভ করেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে সাকিব, হাসান মাহমুদ ও মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১২২ রান গুটিয়ে যায় জেসন মোহাম্মদের দল। সাকিব মাত্র ৮ রান দিয়ে ৪ ‍উইকেট নেন। এছাড়া অভিষিক্ত হাসান মাহমুদ দখল করেন ৩টি উইকেট। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের শিকার দুই ‍উইকেট।

অলরাউন্ডার নৈপুণ্য প্রদর্শন করা সাকিব আল হাসানের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। দুদলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে আগামী শুক্রবার একই মাঠে ‍অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here