নাভালনিকে কারাগারেই থাকতে হবে: আদালতের নির্দেশ

0
79

বাংলা খবর ডেস্ক:
ক্রেমলিনের তীব্র সমালোচক হিসেবে পরিচিত অ্যালেক্সি নাভালনিকে কারাগারেই থাকতে হবে বলে নির্দেশ দিয়েছে রাশিয়ার আদালত। তার বন্দিদশার বিরুদ্ধে করা এক আপিল প্রত্যাখ্যান করে বৃহ¯পতিবার এ নির্দেশ দেয় আদালতটি। রায় শুনে নাভালনি একে ‘প্রত্যাশিত’ বলে মন্তব্য করেছেন। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
গত ১৮ই জানুয়ারি জার্মানিতে চিকিৎসা শেষে রাশিয়ায় ফিরেন নাভালনি। তাকে বিমানবন্দরেই আটক করে ৩০ দিনের জেল প্রদান করা হয়। এর আগে সম্ভাব্য নভিচক নার্ভ এজেন্ট দ্বারা আক্রান্ত হয়ে জার্মানি গিয়েছিলেন। তার দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ¬াদিমির পুতিনই তাকে হত্যা করতে নভিচক প্রদান করে। তবে রাশিয়া এমন অভিযোগ অস্বীকার করেছে।

বর্তমানে নাভালনির বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। তাকে কয়েক বছরের কারাদ- দেয়া হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নানাভাবে চাপ প্রয়োগ করে যাচ্ছে নাভালনিকে মুক্তি দেয়ার জন্য। গত শনিবার রাশিয়ার রাস্তায় নেমে বিক্ষোভ করেছে লাখো মানুষ। সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে শত শত বিক্ষোভকারীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here