২৪ ঘণ্টায় ১২৩ নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

0
59

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
ডেঙ্গু রোগী দ্রুতই বাড়ছে। দেশে গত ২৪ ঘণ্টায় ১২৩ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ১২০ জন। জুলাই মাসেই ভর্তি হয়েছেন ১৪৩০ জন ডেঙ্গু রোগী। আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি ডেঙ্গু রোগী ৪৬৮ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৪৬০ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ৮ জন।
চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১৮০২ জন।

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৩৩১ জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৩ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here