নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু

0
64

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
আদালতের নির্দেশে দেশের অনিবন্ধিত নিউজপোর্টালগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নিবন্ধনহীন অনলাইন নিউজপোর্টাল বন্ধ করতে কাজ শুরু করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি।

বিষয়টি নিশ্চিত করে বিটিআরসি চেয়ারম্যান বলেন, হাইকোর্টের অর্ডার যেহেতু পেয়েছি সিদ্ধান্ত নিতেই হবে। এর প্রেক্ষিতে অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করার কাজ শুরু করেছে বিটিআরসি। এটা আরো আগেই করা উচিত ছিল। তবে আমরা আজ থেকে অননুমোদিত সাইটগুলো বন্ধ করার কাজ শুরু করেছি।

‘কতগুলো সাইট বন্ধ হয়েছে’ জানতে চাইলে তিনি বলেন, বেশ কিছু সাইট বন্ধ হয়েছে। তবে এখন অফিসের বাইরে আছি, তাই এই মুহূর্তে নির্দিষ্ট সংখ্যাটা বলা যাচ্ছে না।

এদিকে মঙ্গলবার বিকেলে নিবন্ধিত বেশ কিছু পোর্টালও ব্লক করে দেওয়া হয়েছিল। তবে পরে আবার সেগুলো খুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় বলেন, হয়তো বা ভুলবশত বন্ধ করে ফেলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here